ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ পরিচয়ে ছিনতাই, পুলিশের কাছেই ধরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
পুলিশ পরিচয়ে ছিনতাই, পুলিশের কাছেই ধরা! নগরের নতুন ব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুই ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম: নগরের নতুন ব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারী হলেন- মাহমুদুল ইসলাম (৩০) ও মো. শাহজাহান (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ আগস্ট) রাতে নগরের নতুন ব্রিজ এলাকায় কলেজ শিক্ষার্থী আলী রমজানের কাছ থেকে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের পর পথচারী হাবিব কাউছারকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করেন দুই যুবক।

পরে সিএনজি চালিত অটোরিকশাটি ধাওয়া করে হাবিব কাউছারকে উদ্ধার করা হয়। চালক শাহজাহান ও পুলিশ পরিচয় দেওয়া মাহমুদুলকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুই ছিনতাইকারীকে চোরাই মোবাইল ও ছোরাসহ গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত আরও একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।