ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোকানের তালা ভেঙ্গে চুরি, ৪ চোর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
দোকানের তালা ভেঙ্গে চুরি, ৪ চোর গ্রেফতার রবিন হোসেন রকি, রাব্বি হোসেন, আলী হোসেন ও সুমি বেগম।

চট্টগ্রাম: নগরের খুলশী থানার মতিঝর্ণা এলাকায় দোকানের তালা ভেঙ্গে চুরির অভিযোগে ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন- রবিন হোসেন রকি (২৩), রাব্বি হোসেন (২০), আলী হোসেন (২২) ও সুমি বেগম (২০)।

এদের মধ্যে আলী হোসেন ও সুমি বেগমকে অভিযান চালিয়ে শুক্রবার (২৪ আগস্ট) গ্রেফতার করা হয়।

রবিন হোসেন রকি ও রাব্বি হোসেনকে বৃহস্পতিবার (২৩ আগস্ট) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মতি ঝর্ণার ৫ নং গলির মুখে একটি দোকানে বৃহস্পতিবার (২৩ আগস্ট) চুরি হয়।

এ সময় সেখান থেকে নগদ ৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট খোয়া যায়।

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ চোরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও ২ চোরকে গ্রেফতার এবং চুরি হওয়া অর্থ ও মালামাল উদ্ধার করা হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহীবুর রহমান বাংলানিউজকে জানান, দোকানির অভিযোগের ভিত্তিতে ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরির বিষয়টি তারা স্বীকারও করেছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।