ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুখর নগরের বিনোদন কেন্দ্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
মুখর নগরের বিনোদন কেন্দ্র ফয়’স লেক সি-ওয়ার্ল্ডে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের ফয়’স লেক সি-ওয়ার্ল্ডের পাড়ে বসে শুক্রবার (২৪ আগস্ট) বিকেলে পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন ফয়সাল ইকবাল। মুঠোফোনটি বন্ধুকে জমা দিয়ে পানিতে নেমে পড়লেন তিনি। ডুব দিয়ে উঠেই চোখে মুখে ছড়িয়ে পড়ল তার স্বস্তি। বললেন, ‘অনেকদিন পর যেনো প্রাকৃতিক আবহে নিজেকে ফিরে ফেলাম। প্রতি বছর ছুটিতে এখানে ছুটে আসি।’

ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার (২৩ আগস্ট) শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় এবার বাড়তি আনন্দ উপভোগ করছেন নগরবাসী। দূরে কোথাও নাই বা হোক।

নগরের ভেতরে বিভিন্ন বিনোদন কেন্দ্র-তো আছেই। তাই ফয়সাল ইকবালের মতো হাজারো বিনোদনপ্রেয়সী এখন বিনোদন কেন্দ্রে সময় কাটাচ্ছেন।
 

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, ভাটিয়ারি গলফ ক্লাব, চট্টগ্রাম চিড়িয়াখানা, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিকেল থেকে তাই উপচে পড়া ভিড় দেখা গেছে।

অভয়মিত্র ঘাট এলাকায় বিনোদনপ্রেমীদের ভিড়।  ছবি: সোহেল সরওয়ার। ফয়সাল ইকবাল বাংলানিউজকে বলেন, নগরের জামালখান মোড়ে আমাদের বাড়ি। তবে থাকি ঢাকায়। সেখানে একটি কর্পোরেট অফিসে কাজ করি। ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে চলে এসেছি। অফিসের ব্যস্ত সময়ে কোথাও বেড়ানোর সুযোগ পাই না। তাই বাড়িতে আসলেই ফয়’স লেকসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দ উপভোগ করি।

ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ বাংলানিউজকে জানান, ঈদের পরের দিন বৃহস্পতিবার প্রায় ৪ হাজার দর্শনার্থী এখানে আসে। গতকালেও চেয়ে শুক্রবার (২৪ আগস্ট) সকাল থেকেই ভিড় বেড়েছে। দুপুর পর্যন্ত প্রায় ‍আড়াই হাজার দর্শনার্থী টিকিট কিনেছে। আজকে ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তিনি জানান, ঈদ উপলক্ষে পার্কে কিছু ইভেন্ট রাখা হয়েছে। শিশুদের জন্য যেমন রয়েছে ম্যাজিক শো, তেমনি বড়দের জন্য রয়েছে গেইম শো। এছাড়া রয়েছে ড্যান্স প্রতিযোগিতা।

ফয়’স লেকে বেশ কিছু আধুনিক রাইড আছে। সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেইন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইড। এসব রাইডে শিশুদের পাশাপাশি তরুণদেরও চড়তে দেখা গেছে।

এদিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, ভাটিয়ারি গলফ ক্লাব, চট্টগ্রাম চিড়িয়াখানা, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্ক, শিশু পার্কে দর্শনার্থীর ভিড় দেখা গেছে।  

পতেঙ্গা সমুদ্র সৈকতে স্ত্রী সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন সরকারি কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। তিনি বাংলানিউজকে বলেন, অন্য সময় নিজেও সময় পাই না। তাই স্ত্রী সন্তানদের নিয়ে তেমন বেড়ানো হয় না। ছুটিতে সৈকতে বেড়াতে চলে আসলাম।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।