ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদা না পেয়ে মারধর, অস্ত্রসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
চাঁদা না পেয়ে মারধর, অস্ত্রসহ গ্রেফতার ২ গ্রেফতার দুই যুবক- মো. শোয়েব (৩৫) ও জহির আলম (৩২)।

চট্টগ্রাম: চাঁদা না পেয়ে বিবিরহাট গরু বাজারের ইজারাদারকে মারধরের অভিযোগে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে নগরের মুরাদপুর ও মুহাম্মদপুর এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও গুলির খোসাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুই যুবক হলেন- মো. শোয়েব (৩৫) ও জহির আলম (৩২)।

পুলিশ জানায়, বিবিরহাট গরু বাজারের ইজারাদার মো. ইছার কাছ থেকে চাঁদা দাবি করেন শোয়েব ও জহিরসহ আরও কয়েকজন যুবক। চাঁদা না পেয়ে তাকে মারধর করেন তারা।

পরে ওই ইজারাদারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শোয়েব ও জহিরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী মুরাদপুর এলাকার একটি ভবন থেকে একনলা বন্দুক ও গুলির খোসা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বাংলানিউজকে জানান, ইজারাদারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।