ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদের আমেজ আসামিদের ‘অস্থায়ী আবাসেও’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
ঈদের আমেজ আসামিদের ‘অস্থায়ী আবাসেও’ ঈদের আমেজ লেগেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রাত পোহালেই ঈদ। সেই ঈদের আমেজ লেগেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেও। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সেজেছে অপরূপ সাজে। বন্দীদের ‘অস্থায়ী আবাস’ কারাগারে লাগানো হয়েছে জোনাক বাতি।

মঙ্গলবার (২১ আগস্ট) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এমন চিত্র দেখা গেছে।

১ হাজার ৮৫৩ জন বন্দী ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে কারাবন্দী রয়েছে ৮ হাজার ২৯৪ জন।

এসব কারাবন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ উদ্যোগ। বুধবার (২২ আগস্ট) একই সঙ্গে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে তিন বেলা বিশেষ খাবারের ব্যবস্থা।
সেই সঙ্গে কোনো ঝামেলা ছাড়াই এসব কারাবন্দীরা দেখা করতে পারবেন তাদের স্বজনদের সঙ্গে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে সুন্দর করে সাজানো হয়েছে। সাজ সাজ রব রয়েছে কারাগারের ভেতরে। ’

তিনি বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সকাল ৮টায় ও সকাল ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করবেন। সকাল ৯টায় কারাগারের ভেতরে কারাবন্দীরা ঈদের নামাজ আদায় করবেন। ’

প্রশান্ত কুমার বণিক বলেন, ‘কারাবন্দীদের জন্য তিন বেলা বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালে থাকবে সেমাই ও মুড়ি, দুপুরে থাকবে রুই মাছ, আলুর দম, সালাদ ও সাদা ভাত এবং বিকেলে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডিম, সালাদ, মিস্টি ও পান-সুপারি। ’

তিনি বলেন, ‘কারাবন্দীরা ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। কারাগারের ভেতরে থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গেও দেখা করতে পারবেন তারা। ’

তিনি বলেন, ‘আমরা চাই কারাগার শোধনাগারে পরিণত হোক। পরিবারের সঙ্গে কারাবন্দীরা ঈদ কাটাতে না পারার কষ্ট ভুলে গিয়ে শুদ্ধ হোক। ’

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।