ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়র হজ কাফেলার হাজীদের দেখতে গেলেন নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
মেয়র হজ কাফেলার হাজীদের দেখতে গেলেন নাছির মেয়র হজ কাফেলার তত্ত্বাবধানে সৌদি আরবের মক্কায় অবস্থানরত হাজীদের দেখতে গেলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: মেয়র হজ কাফেলার তত্ত্বাবধানে সৌদি আরবের মক্কায় অবস্থানরত হাজীদের দেখতে গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১৮ আগস্ট) ভোরে মক্কার স্থানীয় একটি হোটেলে হাজীদের দেখতে গেলে সিটি মেয়রকে স্বাগত জানান নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র হজ কাফেলার নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজন।
মেয়র হজ কাফেলার তত্ত্বাবধানে সৌদি আরবের মক্কায় অবস্থানরত হাজীদের দেখতে গেলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-ccc-420180818114256.jpg" style="margin:1px; width:100%" />সিটি মেয়র এসময় হাজীদের খোঁজ-খবর নেন এবং কিছুক্ষণ সময় কাটান। এসময় চসিক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, জসিম উদ্দিন, মোরশেদ আলম, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ সিটি মেয়রের সঙ্গে ছিলেন।

এর আগে ১৪ আগস্ট রাতে পবিত্র হজব্রত পালনের জন্য সপরিবারে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।