ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে পৌনে চার কেজি স্বর্ণ আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
শাহ আমানতে পৌনে চার কেজি স্বর্ণ আটক আটক স্বর্ণের বারসহ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে ৩২টি স্বর্ণের বার পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (১৫ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।  ২৪ ক্যারেটের স্বর্ণবারগুলোর মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে বিমান অবতরণের আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

বিমান অবতরণের পরপরই সহকারী পরিচালকসহ একটি টিম বিমানের ভেতরে ঢোকেন।

কর্মকর্তারা মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করেন। এরপর ব্যাগ তল্লাশি করে ৩২ পিস স্বর্ণবার পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।