ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ সিলিন্ডার বিস্ফোরণে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার ঝুট র‌্যালী ঘাট এলাকায় অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে ভ্যান চালক কামাল হোসেন (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, নিজের ভ্যানে করে কামাল হোসেন একটি অক্সিজেনের সিলিন্ডার কর্ণফুলী নদীসংলগ্ন জাহাজে নিয়ে যাচ্ছিলেন।

ভ্যান থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরণে তিনি মারা যান।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সদরঘাট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা আইনি পদক্ষেপ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

সদরঘাট থানার উপ-পরিদর্শক নয়ন বড়ুয়া বাংলানিউজকে বলেন, অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত কামাল হোসেনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।