ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি হলো চট্টগ্রামের ১০ কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
সরকারি হলো চট্টগ্রামের ১০ কলেজ

চট্টগ্রাম: চট্টগ্রামের ১০ বেসরকারি কলেজকে সরকারিকরণ করেছে সরকার। দেশের ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণের সঙ্গে চট্টগ্রামের এসব বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়।

রোববার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সরকারি হওয়া চট্টগ্রামের ১০ কলেজ হলো- লোহাগাড়ার চুনতি মহিলা কলেজ, সীতাকুণ্ড মহিলা কলেজ, আনোয়ারা কলেজ, হাটহাজারী কলেজ, রাউজান কলেজ, ফটিকছড়ি কলেজ, বাঁশখালীর আলাওল ডিগ্রি কলেজ, মিরসরাইয়ের নিজামপুর কলেজ, রাঙ্গুনিয়া কলেজ এবং নগরের বায়েজিদের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ।

‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণকৃত বিধিমালা ২০১৮’ এর আওতায় এসব কলেজের শিক্ষকদের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে পরীক্ষার মাধ্যমে ক্যাডারভুক্তির সুযোগ রাখা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বেসরকারি কলেজের যেকোনো শিক্ষক শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেতে পিএসসির অধীনে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পিএসসির সুপারিশ পেলে তাকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।