ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানবিক মানুষ গড়তে প্রয়োজন মুক্তবুদ্ধির চর্চা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
মানবিক মানুষ গড়তে প্রয়োজন মুক্তবুদ্ধির চর্চা ‘তারুণ্যের উচ্ছ্বাস’র শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ষোড়শ সমাবর্তন ও আবৃত্তি অনুষ্ঠান

চট্টগ্রাম: ‘কবিতার শক্তি অসাধারণ। সমাজে শিল্পবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়তে কবিতা ও কবিতার আবৃত্তি ইতিবাচকভাবে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি মুক্তবুদ্ধির চর্চার সাথে সম্পৃক্ত করা প্রয়োজন।’

শুক্রবার (১০ আগস্ট) বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’র শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ষোড়শ সমাবর্তন ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এসব কথা বলেন।

নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে সভায় সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরার জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক শুভ্রজিৎ ভট্টাচার্য।


‘তারুণ্যের উচ্ছ্বাস’র শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ষোড়শ সমাবর্তন ও আবৃত্তি অনুষ্ঠানসভায় সম্মানিত অতিথি ছিলেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসনে নিপু এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহবুবুল হক চৌধুরী বাবর।

আবৃত্তিশিল্পী সেজুঁতি দে’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

সাংবাদিক মুন্নী সাহা বলেন, ‘পুরো বিশ্বজুড়ে আমরা বর্তমানে একটি অস্থির সময় অতিক্রম করছি। এ সময়ে শুভবোধ সম্পন্ন মানুষগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কৃতিচর্চা ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে সকল কলুষতাকে পরাজিত করতে হবে। ’

আবৃত্তিশিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য বলেন, ‘শিল্পচর্চার আগে শিল্পবোধ সম্পন্ন মানবিক মানুষ হতে হবে। মনের মধ্যে অন্ধকার রেখে শিল্পের চর্চা হয় না। মনে সুন্দরের আলো জ্বেলে নিয়মিত চর্চা ও সাধনায় থাকতে হবে। তবেই আবৃত্তি বা যেকোন শিল্প চর্চায় সফলতা আসবে। ’

তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়া বলেন, ‘মুক্তবুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারুণ্যের উচ্ছ্বাস একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এগিয়ে চলছে। এক দশকের এই নান্দনিক পথচলায় আগামীতে সকল সৃজনশীল মানুষ সাথী হলেই আমরা লক্ষে পৌঁছাতে পারবো। ’

অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ত্রয়োদশ ব্যাচের উত্তীর্ণ শিক্ষাথীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। পরবর্তীতে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।