ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খেলাধুলা সুস্থ মননশীলতা-মনোবিকাশ গড়তে সাহায্য করে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
খেলাধুলা সুস্থ মননশীলতা-মনোবিকাশ গড়তে সাহায্য করে কিষোয়ান স্পোটিং ক্লাব পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন

চট্টগ্রাম: ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় ভবিষ্যত প্রজন্মকে ব্যস্ত রাখা গেলে তারা আর বিপথে যাবে না। খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশে অনেক অবদান রাখে।’

সম্প্রতি কিষোয়ান স্পোটিং ক্লাব পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নব-নির্বাচিত ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে এম এ মোতালেব বলেন, আমি আশা করি এ ফুটবল ক্লাবটি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খেলার সুযোগ সৃষ্টি করবে।

দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কিষোয়ান গ্রুপের পরিচালক ওয়াহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আমানুল আলম, সহ-সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক তিতুমীর ইউসুফী, যুগ্ম সম্পাদক আনোয়ার বিন মহসিন রিফাত, সাংগঠনিক সম্পাদক মিয়ানদাদ হোসেন জনি, অর্থ সম্পাদক মো. আবু তৈয়ব, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম চৌধুরী, ড়া সম্পাদক জয়নুল আবেদিন, প্রচার সম্পাদক এহসানুল করিম সদস্য মো. হাসান আল মামুন, রাজীব বড়ুয়া, মিনহাজ উদ্দিন চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

এতে প্রধান উপদেষ্টা রাখা হয়েছে রাখাল সাহা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে মো. সাফকাত সরোয়ার,  মোখলেসুর রহমান, মো. কামাল উদ্দিন, রাকিব উদ্দিন, মোখলেসুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।