ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪৩২০ পিস পাকিস্তানি রং ফর্সাকারী ক্রিম আটক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
৪৩২০ পিস পাকিস্তানি রং ফর্সাকারী ক্রিম আটক! চট্টগ্রামে পাকিস্তানি ক্ষতিকর ক্রিম ও আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর

চট্টগ্রাম: পাকিস্তানে তৈরি ৪ হাজার ৩২০ পিস ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম ও তুরস্ক থেকে আসা পাঁচ কার্টন আমদানি নিষিদ্ধ ওষুধের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ নগরের ফকিরহাট এলাকার বৈদেশিক ডাক কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ বাংলানিউজকে জানান, মারাত্মক ক্ষতিকর রং ফর্সাকারী ৪ হাজার ৩২০ পিস গোরি ক্রিম ও ৩০ হাজার পিস বিভিন্ন ব্রান্ডের ওষুধ আটক করা হয়েছে।

যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা ২৩ লাখ ৪৮ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।