ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউর অ্যাডমিশন ফেয়ার শনিবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
ইডিইউর অ্যাডমিশন ফেয়ার শনিবার ইডিইউর অ্যাডমিশন ফেয়ার শনিবার

চট্টগ্রাম: হায়ার এডুকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তরতাজা সব খবর নিয়ে শনিবার (১১ আগস্ট) চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেসটিনেশন ইডিইউ’ শিরোনামে অ্যাডমিশন ফেয়ার।

২০১৮ সালের ফল সেমিস্টারের ভর্তির যাবতীয় তথ্য ছাড়াও এখানে পাওয়া যাবে স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ক্রেডিট ট্রান্সফার, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমসহ শিক্ষার নানা তথ্য।

নগরের প্রর্বতক মোড়ের আল নূর বদরুন সেন্টারে এবারের ফেয়ারটির আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় অ্যাডমিশন ফেয়ারটি শুরু হয়ে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

কর্তৃপক্ষ জানান, ফেয়ারে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে জানতে পারবেন।

পাশাপাশি ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং তাদেরকে ভবিষৎ চাকরি-বাকরি বা পেশা সংক্রান্ত সব ধরনের তথ্য দিয়ে পথ দেখাবে ক্যারিয়ার প্লেসম্যান্ট সেল।

বর্তমানে ইডিইউতে বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে।

যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর পরবর্তী সেমিস্টারে ভালো ফলাফল করবে তাদের জন্য এখানে চালু রয়েছে চেয়ারম্যানস ডিসটিঙগুইশ স্কলারশিপ, বোর্ড অব ট্রাস্টিস (বিওটি) গ্র্যান্ট, চেয়ারম্যানস আউটস্টেন্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড, চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ড, ক্যাম্পাস জব অপরচুনিটিসহ নানান সুযোগ সুবিধা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।