ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আটলান্টিক জিন্সকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
আটলান্টিক জিন্সকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: তরল বর্জ্যে পরিবেশ দূষণ করায় নগরের সাগরিকা রোডের বিসিক শিল্প এলাকার আটলান্টিক জিন্স লিমিটেডকে ২ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ আগস্ট) খুলশীর পরিবেশ অধিদফতরের কার্যালয়ে শুনানি শেষে এ ক্ষতিপূরণ ধার্য করেন অধিদফতরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা ও তরল বর্জ্য নিঃসরণ করে পরিবেশের ক্ষতি করায় ধার্য করা ক্ষতিপূরণ অবিলম্বে পরিশোধের এবং একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে ইটিপিতে ইন-ফ্লো মিটার এবং ওভার-ফ্লো মিটার বসিয়ে পরিবেশগত ছাড়পত্র নবায়নের আবেদনের নির্দেশ দেওয়া হয়।

     

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ আগস্ট) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সাগরিকা শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশ দূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আটলান্টিক জিন্স লিমিটেডকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।