ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোটি টাকার চোরাই কাঠসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
কোটি টাকার চোরাই কাঠসহ আটক ৯ কোটি টাকার চোরাই কাঠসহ আটক ৯

চট্টগ্রাম: সরকারি বন থেকে অবৈধভাবে সংগ্রহ করা কোটি টাকা মূল্যের সরকারি কাঠসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তিনটি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) ভোররাতে হাটহাজারী থানার নাজিরহাটের নতুন রাস্তার মাথা এলাকা থেকে এসব কাঠসহ তাদের আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

গ্রেফতার ৯ জন হলেন- মো. ইমাম (২০),  মো. আসিফ হোসেন (১৯), মো. মামুন শিকদার (৩২), মো. ইকবাল হোসেন (৩১), মো. বেলাল হোসেন (৩৫), মো. ইয়াছিন হোসেন (১৯), মংতু মারমা (৩৪), মো. আব্দুস সাত্তার (৩১), মো. জাকির হোসেন (২৯)।

মিমতানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকা থেকে তিনটি ট্রাকে করে নিয়ে আসা ১ হাজার ৯১৪ দশমিক ৬৪ ঘটফুট কাঠ চোরাই কাঠসহ ৯ জনকে আটক করা হয়েছে। এসব কাঠের দাম প্রায় ১ কোটি টাকা।

খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার এলাকায় এসব কাঠ নিয়ে আসা হচ্ছিলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।