ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা চসিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা চসিকের চসিকের রাজস্ব বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পৌরকর সম্মাননা অনুষ্ঠান

চট্টগ্রাম: নগরের হোল্ডিং ট্যাক্স ও এস্টেট শাখার অধীনে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (০৮ আগস্ট) বিকেলে নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড সেন্টারে চসিকের রাজস্ব বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পৌরকর সম্মাননা অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান রাজস্ব বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে সভায় ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব বাড়ানোর লক্ষে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজস্ব আয় বাড়াতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে নগরে সরকারি হোল্ডিং সংখ্যা ১ হাজার ৩৯৯টি, বন্দরে হোল্ডিং সংখা একটি, বেসরকারি হোল্ডিং সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৮৪৮টি সহ মোট হোল্ডিং সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ২৪৮টি। এসব হোল্ডিংয়ের প্রেক্ষিতে মোট দাবি ৩৩৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার ০১ টাকা। মোট দাবির প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরে ন্যূনতম ২০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব বিভাগের এস্টেট শাখার প্রস্তাবিত ২১টি উন্নয়ন পরিকল্পনা/কার্যক্রমের ভিত্তিতে ৩০০ কোটি  টাকা রাজস্ব আদায় করা হবে বলেও জানান চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা।

সভায় আরও বক্তব্য দেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জোবাইদা নার্গিস খান, নিছার আহমেদ, শফিউল আলম, সচিব আবুল হোসেন, কর কর্মকর্তা মো. শাহ আলম, কামরুল ইসলাম চৌধুরী, একেএম সালাউদ্দিন, জানে আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।