ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন চবি শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন চবি শিক্ষার্থী রবিউল আলম

চট্টগ্রাম: শাটল ট্রেনে উঠতে গিয়ে রবিউল আলম (২৬) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (০৮ আগস্ট) সকাল ৮টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটলে উঠোর সময় ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডের ওই শিক্ষার্থীর চিকিৎসাসেবা চলছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।