ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিবির সন্দেহে আটক ২, ওয়াসার মোড়ে ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
শিবির সন্দেহে আটক ২, ওয়াসার মোড়ে ছাত্রলীগ শিবির সন্দেহে আটক ২, ওয়াসার মোড়ে ছাত্রলীগ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নিরাপদ সড়কের দাবিতে নগরের যে ওয়াসা মোড়ে যেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান ছিল সেখানে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখান থেকে শিবির কর্মী সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ অাগস্ট) সকাল ১০টা থেকে অবস্থান নেন তারা। বেলা সাড়ে ১১টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অান্দোলনকারী শিক্ষার্থীকে এসময় দেখা যায়নি।


শিবির সন্দেহে আটক ২, ওয়াসার মোড়ে ছাত্রলীগ।  ছবি: সোহেল সরওয়ারআটককৃতরা হলেন- ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইআইইউসি) শিক্ষার্থী মো. সিফাত (২৩) ও আসিফ (২৪)।

তবে, শিবিরের কর্মী সন্দেহে ২ জনকে ধরে পুলিশ দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তারেক আহমদ বাংলানিউজকে বলেন, শিবির সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।