ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লিয়াকত আলী ট্রাস্টের শিক্ষাবৃত্তি-গুণীজন সম্মাননা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
লিয়াকত আলী ট্রাস্টের শিক্ষাবৃত্তি-গুণীজন সম্মাননা লিয়াকত আলী মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষাবৃত্তি-গুণীজন সম্মাননা

চট্টগ্রাম: শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নেতৃত্বের আসনে বসাতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে তারা।

সম্প্রতি রাউজানের লিয়াকত আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও এলাকার গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব বলেন।

বাগোয়ান ইউনিয়নের গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহ-সভাপতি মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বশর।

গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হানিফের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আলমগীর সবুজ, গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, লিয়াকত আলী মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান নঈমুদ্দিন লিমন, ট্রাস্টি মহিউদ্দিন লিটন, ট্রাস্টের কো-চেয়ারম্যান হাজী সেলিনা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, দিপন কান্তি দে, হাজী রমজান আলী, ফখরুল আলম।

সভায় স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক শিক্ষক মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী।

শিক্ষক দীলিপ কুমার দাশ গুপ্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সন্তোষ কুমার চৌধুরী, সাইফুল ইসলাম, স্বপন কুমার দে।

সভায় সংবর্ধিত গুণীজন ছিলেন-সাংবাদিক সিদ্দিক আহমেদ (মরণোত্তর), মুক্তিযোদ্ধা রেজাউল করিম, প্রকৌশলী হারুনুর রশিদ, শিক্ষক আশুতোশ শর্মা ও মাওলানা হারুনুর রশিদ নঈমী।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।