ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র পরিবহন পুলে ৫টি এসি বাস

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
চবি’র পরিবহন পুলে ৫টি এসি বাস

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন পুলে যুক্ত হলো ৪৪ আসনের ১টি ও ২৯ আসনের ৪টি এসিবাস ও ১টি পিকআপ ভ্যান।

সোমবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টায় গাড়িগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় বাস ক্রয় কমিটির আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমেদ উপস্থিত ছিলেন।

নিটল-টাটা মোটরস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার ভিশাল শর্মা ও আঞ্চলিক সেলস ম্যানেজার মোহাম্মদ পারভেজ সিদ্দিক উপাচার্যের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।  

উপাচার্য নিটল-নিলয় গ্রপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহামাদকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়:১৬১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।