ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, অাহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
চবি ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, অাহত ২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় গ্রুপ ও সিএফসির গ্রুপের সংঘর্ষের পর পুলিশ পাহারা

চট্টগ্রাম: অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে দুজন অাহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ অামানত এবং এএফ রহমান হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বিজয় গ্রুপ ও সিএফসির গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় বিজয় গ্রুপের ছাত্রলীগের কর্মীরা এএফ রহমান হলে ও সিএফসির কর্মীরা শাহ অামানত হলে অবস্থান নেন। পরে উভয় গ্রুপই একে অপরকে ইটপাটকেল ছুড়ে মারে।
এসময় দুজন অাহত হন। অাহতদের চবি মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।