ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ নেতা ফরিদ হত্যা মামলার আসামি ফয়সাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
যুবলীগ নেতা ফরিদ হত্যা মামলার আসামি ফয়সাল গ্রেফতার যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফয়সাল (৩০)। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের চকবাজার ডিসি রোডে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফয়সাল (৩০) কে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরের ডিসি রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ।
আর খবর>>**ফরিদ হত্যা মামলায় কারাগারে ৮ আসামি
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মির্জা সায়েম মাহমুদ।

এর আগে গত ২৭ এপ্রিল চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনির মুখে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় চকবাজার থানার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার স্ত্রী ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২২ জুলাই মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত ফরিদুল ইসলাম হত্যা মামলায় ৮ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।