ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোটা রেখে নিয়োগ পরীক্ষার দরকার নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
 কোটা রেখে নিয়োগ পরীক্ষার দরকার নেই বক্তব্য দেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী

চট্টগ্রাম: দেশের সরকারি চাকরিতে ৫৪ শতাংশ কোটা রেখে নিয়োগ পরীক্ষা নেওয়ার পক্ষপাতি নন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২৭ জুলাই) সকালে নগরের পলোগ্রাউন্ড রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত যুক্তফ্রন্টের গণসমাবেশে তিনি এ দাবি করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নগর সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশের মানুষ থেকে সভা-সমাবেশে, মিছিল ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

ঘুষ ছাড়া কোনো চাকরি নেই। পিয়নের চাকরি জন্য ১০ লাখ টাকা ঘুষ লাগে। ৫৪ শতাংশ কোটা রেখে নিয়োগ পরীক্ষার দরকার কি? কোটা সংস্কার হবে না কেন? অবিলম্বে কোটার সংস্কার করে মেধার ভিত্তিতে চাকরি দিন।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচনের তিন মাস আগে সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দিতে হবে। এক মাস আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নিযুক্ত করতে হবে।

তিনি বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হচ্ছে। এমন কোনো মন্ত্রণালয় নেই, যেখানে চুরি হচ্ছে না। টাকা, গহনার পর এখন কয়লা চুরি হচ্ছে। ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যায়। চোর-ডাকাতকে উৎসাহ দিচ্ছে সরকার।

‘দেশে ইতিবাচক পরিবর্তন চায় যুক্তফ্রন্ট। আমরা ভোটের অধিকার নিশ্চিত করবো। স্বাস্থ্যখাতের সংস্কার, ব্যাংক ও শেয়ার মার্কেট খেকোদের বিচার করবো’ বলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশ শুধু রোলের মতো ঘুরছে। অথচ কেউ কেউ বলছে রোল মডেল। সাড়ে চার কোটি সক্ষম লোক বেকার। সরকার পে স্কেল ঘোষণা করলেও মজুরি স্কেল ঘোষণা করেনি। দেশে ৫ শতাংশ মানুষ ৫০ শতাংশ সম্পদের মালিক।

সমাবেশে বক্তব্য দেন যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) আবদুর মান্নান, জেএসডি যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তফ্রন্ট নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। উপস্থিত ছিলেন জেএসডি উত্তর জেলা সাধারণ সম্পাদক সৈয়দ তারেকুল আনোয়ার।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।