[x]
[x]
ঢাকা, বুধবার, ৮ কার্তিক ১৪২৫, ২৪ অক্টোবর ২০১৮
bangla news

সিএমপির ডিবি কার্যালয়ে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-২৩ ১:৩৮:৪৬ এএম
সিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি: উজ্জ্বল ধর

সিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের গোয়েন্দা (ডিবি) বিভাগে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার (২৩ জুলাই) সকাল দশটা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, সিএমপির ডিবি কার্যালয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে যায়।

সিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি: উজ্জ্বল ধর

পরে একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বেলা ১২টা ১০ মিনিটে আগুন নির্বাপন করা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সিএমপির প্রত্যক্ষদর্শী এক পুলিশ জানিয়েছেন, পুলিশের সোয়াত ইউনিটের যন্ত্রপাতির রুম থেকে আগুনের সুত্রপাত। এর পাশেই ডিবি পুলিশের অস্ত্রাগার।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮

এসবি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache