ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ির আলেমে দ্বীন ফরিদ আহমদ শাহ আর নেই

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ফটিকছড়ির আলেমে দ্বীন ফরিদ আহমদ শাহ আর নেই

চট্টগ্রাম: ফটিকছড়ির আলেমে দ্বীন মৌলানা ফরিদ আহমদ শাহ (৭২) আর নেই। বুধবার (১৮ জুলাই) সকালে নগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজেউন) করেছেন।  

তার প্রথম জানাজা বুধবার (১৮ জুলাই) জোহরের নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা আছরের নামাজের পর মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) আছরের নামাজের পর তৃতীয় জানাজা শেষে ছাদেক নগর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

মৃত্যুকালে তিনি চার ভাই, তিন বোন ও অসংখ্য ভক্ত রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি এমপি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ অচিয়র রহমান আল কাদেরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।