ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা জামালখানে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা জামালখানে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ফ্রান্স-ক্রোয়েশিয়া মধ্যেকার খেলা দেখতে উপচেপড়া ভিড় দেখা গেছে নগরের জামালখান মোড়ে। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বড় পর্দার সামনে দশ হাজারোধিক দর্শক। তিল পরিমাণেরও জায়গা নেই তাতে। আক্রমণ-পাল্টা আক্রমণ দুটিতেই দর্শকরা আওয়াজ তুলছেন।  হাত তালিও দিচ্ছেন সমান তালে। 

ব্রাজিল-আর্জেন্টিনার কোনো খেলা  নয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ফ্রান্স-ক্রোয়েশিয়া মধ্যেকার খেলা দেখতেই এমন উপচেপড়া ভিড় দেখা গেছে নগরের জামালখান মোড়ে।

বড় পর্দায় টেলিভিশন স্থাপন করে দর্শকদের জন্য খেলা দেখার সুযোগ করে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ফ্রান্স-ক্রোয়েশিয়া মধ্যেকার খেলা দেখতে উপচেপড়া ভিড় দেখা গেছে নগরের জামালখান মোড়ে।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-220180715221144.jpg" style="margin:1px; width:100%" />রোববার (১৫ জুলাই) রাত ৯টায় নগরের জামালখান মোড়ে গিয়ে দেখা যায়, দর্শকদের মধ্যে কেউ ফ্রান্স আর কেউ ক্রোয়েশিয়া সাপোর্ট করছেন।  ফ্রান্স আক্রমণে গেলে যেমন উচ্ছ্বাসের শব্দ উড়ছে আকাশে তেমনি ক্রোয়েশিয়ার আক্রমণও এমন দৃশ্য দেখা গেছে।  

চকবাজার বড়মিয়া মসজিদ এলাকা থেকে খেলা দেখতে আসা মাজিদুল ইসলাম।  তিনি জানালেন, পাক্কা ব্রাজিল সাপোর্টার।  ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর সাপোর্ট করছেন এখন ক্রোয়েশিয়া। কারণ হিসেবে তিনি জানালেন- সে দেশের প্রধানমন্ত্রীকে ভালো লাগা থেকে ক্রোয়েশিয়াকে সাপোর্ট করা।

গোলজার মোড় থেকে আসা আর্জেন্টিনার সাপোর্টার মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, আর্জেন্টিনা সাপোর্ট করলেও ভালো দলকে সবসময় ভালোবাসি।  তাই যোগ্য দলের খেলা দেখতে এসেছি।

বড় পর্দ‍ায় বিশ্বকাপের খেলা দেখার সুযোগ করে দেওয়ায় সাহেদ উদ্দিন নামে এক যুবক স্থানীয় জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।