ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য রক্ষা পাশের ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য রক্ষা পাশের ভবন নগরের চেরাগী পাহাড় মোড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের চেরাগী পাহাড় মোড়ে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে।  তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের একটি ভবন।

রোববার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চেরাগী পাহাড়ের কদম মোবারক এলাকায় এ ঘটনা ঘটে।  

ওই খানের মোড়ে সড়কে পাশে বিদ্যুতের খুঁটিতে প্রায় আধ ঘণ্টা আগুন জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

 পরে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

মোবারক আজাদ নামে এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, প্রায় ৩০ মিনিট ধরে আগুন জ্বলছিল।

 যে খুঁটিতে আগুন লাগে তার পাশে আরও একটি বিদ্যুতের খুঁটি ছিলো।  এর পেছনে একটি হলুদ ও একটি সাদা রংয়ের ভবন ছিলো।

তিনি জানান, আগুন বাড়তে থাকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচলও সাময়িক বন্ধ হয়ে যায়।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।  সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে পাশের ভবনেও আগুন লাগতে পারতো।  তবে এতে ৫ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮ 
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।