[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের ত্রাণ হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ১১:০৭:১০ এএম
রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ১২ দশমিক ২৩ টন ত্রাণ সামগ্রী হস্তান্তর ।  ছবি: সোহেল সরওয়ার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ১২ দশমিক ২৩ টন ত্রাণ সামগ্রী হস্তান্তর । ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ১২ দশমিক ২৩ টন ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জু্লাই) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া সরকারের এসব ত্রাণ হস্তান্তর করা হয়। 

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজী মোহাম্মদ সাবু ত্রাণ সামগ্রীগুলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের কাছে হস্তান্তর করেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তৈয়ব, ৩য় সেক্রেটারি মোহাম্মদ ফজলে ইসমাঈল, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার কমান্ডিং অফিসার এ মোরশেদ হাসান সিদ্দিক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার এবিএম সরওয়ার-ই-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। 

হাজী মোহাম্মদ সাবু বলেন, আমি আজ সারাদিন রোহিঙ্গাদের দেখেছি। তাদের কষ্ট দেখেছি। বাংলাদেশ সরকার মায়ানমার থেকে বিতারিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার নজির স্থাপন করেছেন। 

হাজী মোহাম্মদ সাবু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। 

মালয়েশিয়াকে বাংলাদেশের অন্যতম বন্ধু উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী হাজী মোহাম্মদ সাবু ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। 

বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, মালয়েশিয়া গত ১০ মাসে প্রায় ৩০০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর প্রথম মালয়েশিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি। 

এসময় তিনি মালয়েশিয়া সরকারকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান জানান, মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিস্কিট, কম্বল, পানির ফিল্টার, বাটিক ফেব্রিক, টি-শার্ট, রুটি, এক্সরে মেশিন, প্যাড, ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমসহ বিভিন্ন সামগ্রী। 

এসব ত্রাণ সামগ্রীর ওজন ১২.২৩ টন বলে জানান তিনি। 

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জু্লাই ১২, ২০১৮
এসকে/টিসি
 

ক্লিক করুন, আরো পড়ুন :   রোহিঙ্গা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa