ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
দুই জামায়াত নেতা গ্রেফতার একাধিক মামলার আসামী জামায়াত-শিবিরের ২ ক্যাডারকে গ্রেফতার

চট্টগ্রাম: পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলার আসামী জামায়াত-শিবিরের ২ ক্যাডারকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার (০৬ জুলাই) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে সাতকানিয়ার ছদাহা ও কাঞ্চনা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকারইউনুছের ছেলে নেজাম উদ্দিন (৪২) ও কাঞ্চনা ইউনিয়নের বকশীরখীল এলাকার আব্দুর শফির ছেলে মো. শাহাদাত হোসেন (২২)।

সাতকানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বাংলানিউজকে বলেন, সাতকানিয়ার ছদাহা ও কাঞ্চনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের দুই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও ২০১৩, ২০১৪ সালে দেশব্যাপী জামায়াত-শিবিরের অঘোষিত তাণ্ডবকালে তারা সাতকানিয়ার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

শনিবার (০৭ জুলাই) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।