ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাইফার মৃত্যু

ম্যাক্স হাসপাতাল বন্ধ-দোষীদের শাস্তি দাবি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জুলাই ৫, ২০১৮
ম্যাক্স হাসপাতাল বন্ধ-দোষীদের শাস্তি দাবি সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের মেয়ে রাইফা খানের মৃত্যুর প্রতিবাদে হাটাহাজারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

চট্টগ্রাম: ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের মেয়ে রাইফা খানের মৃত্যুর প্রতিবাদে হাটাহাজারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাটহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় দৈনিক সমকালের সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফা খানের মৃত্যু হয়।

এ নিয়ে বিএমএ নেতা ডা. ফয়সল ইকবালসহ কয়েকজন ডাক্তার সাংবাদিকনেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনায় লাইসেন্সবিহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিকরা।

হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের সংবাদদাতা মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাবলু দাশ, যুগ্ম সম্পাদক জিয়া চৌধুরী, মো. বোরহান উদ্দিন, সুমন পল্লব, মো. পারভেজ, নুর মালেক, জাহেদুল আলম জাহেদ, আবু সাহেদ, মো. আবুল মনছুর, মো. জামশেদ, জাসেদুল ইসলাম, ইসতিয়াক সিদ্দিকী, কতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান ও হাটহাজারী কলেজের সাবেক ভিপি শেখ খোরশেদুজ্জামান প্রমুখ।

এসময় শেখ মোরশেদুজ্জামান, ব্যবসায়ী আবু মো. সেলিম তালুকদার, মোঃ রায়হান, কাজী জাহাঙ্গীর, সুলতান আহমদ, মাওলানা জিয়া, জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।