পটিয়ায় কর্মরত সংবাদকর্মীদের ব্যানারে বুধবার (০৪ জুলাই) বিকেলে পটিয়া সদরের পোস্ট অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যখন স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন ঠিক ওই সময়ে একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বক্তারা আরও বলেন, শুধু সাংবাদিক রুবেল খানের মেয়ে নয়, এর আগেও বিভিন্ন হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। আস্থা হারিয়ে অনেকে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। ম্যাক্স হাসপাতালের লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা হাসপাতাল চালাচ্ছে। কার ইশারায় তারা এতোদিন সেবা দিচ্ছে। রাইফা হত্যার বিচার ও ম্যাক্স হাসপাতাল বন্ধ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের মফস্বল সাংবাদিক সমাজ ঘরে ফিরে যাবে না।
পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকীর সভাপতিত্বে ও দৈনিক সমকাল সাংবাদিক আহমদ উল্লাহর পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর কাউন্সিলর আবদুল খালেক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে, পৌরসভা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস পানু, পটিয়ায় কর্মরত সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, ইনকিলাবের প্রতিনিধি এস কে এম নুর হোসেন, আজাদী প্রতিনিধি শফিউল আজম, পূর্বদেশ প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী, জনকন্ঠ ও সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি বিকাশ চৌধুরী, চট্টগ্রাম মঞ্চের পটিয়া প্রতিনিধি গোলাম কাদের, মানকন্ঠের প্রতিনিধি ওবায়দুল হক পিবলু, সাংবাদিক আ ন ম সেলিম, সঞ্জয় সেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি গৌতম চৌধুরী, ধারাভাষ্যকার হাফিজুর রহমান রুবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম জেলার সহ সভাপতি রায়হান উদ্দিন, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক নয়ন শর্মা, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিত দাশ, সাধারণ সম্পাদক প্রনব দাশ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ছাত্রনেতা বোরহান উদ্দিন, রিদোয়ান আরিফ, ফোরকান মিঠু, নাফিস, রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এসবি/টিসি