ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাক্স হাসপাতালের লাইসেন্স ত্রুটি আছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
ম্যাক্স হাসপাতালের লাইসেন্স ত্রুটি আছে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের বৈঠক

চট্টগ্রাম: নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালের লাইসেন্স ত্রুটি আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

**ম্যাক্স হাসপাতালে বৈঠক বয়কট, আন্দোলনে সাংবাদিকরা

ডা. কাজী জাহাঙ্গীর হোসেন জানান, ম্যাক্স হাসপাতালের শিশুর মৃত্যুর বিষয়ে আমাদের তদন্ত চলছে।

তদন্ত প্রতিবেদনে বিস্তারিত উঠে আসবে। প্রাথমিকভাবে ম্যাক্স হাসপাতালের লাইসেন্স ত্রুটি পাওয়া গেছে।
তারা অধিদফতর ও বিএমডিসি কোনো অনুমোদন ছাড়াই হাসপাতাল চালাচ্ছে। এ বিষয় আমরা শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে রাতে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুর অভিযোগে তদন্ত করতে আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বয়কট করে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

বৈঠক চলাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক নেতাদের অভিযোগ শোনেন। এসময় বিএমএর নেতা মুইজ্জুল আকবর চৌধুরী ও ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী আপত্তিকর আচরণ করলে সাংবাদিক নেতারা বৈঠক বয়কট করেন। পরে ম্যাক্স হাসপাতালের সামনে আধা ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

পরে বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে অবস্থান নেন। সেখানে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা এসে বৈঠক করেন।

বৈঠকে সাংবাদিক নেতারা ম্যাক্স হাসপাতাল ও বিএমএ নেতা ফয়সল ইকবালের বিরুদ্ধে নানা অভিযোগের কথা তুলে ধরেন।

বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের শেখ মো. মনজুরুল রহমান ও মাকসুদুল রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিনিয়র সহ-সভাপতি মাঈনু্দ্দিন দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের স‍াধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, সিইউজের প্রচার সম্পাদক আহমেদ কুতুব, সিনিয়র সাংবাদিক সরোয়ার সুমন, মহসিন কাজী, ফারুক তাহের, সাইদুল ইসলাম, আজহার মাহমুদ, ইফতেখার ফয়সাল, রাহুল দাশ নয়ন, আবদুল্লাহ আল মামুন, মুস্তফা ইউসুফ, শৈবাল আচার্য্য, এমএ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।