ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসকরা আইনের ঊর্ধ্বে নন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
চিকিৎসকরা আইনের ঊর্ধ্বে নন বক্তব্য দেন মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু

চট্টগ্রাম: ভুল চিকিৎসায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফা খানকে হত্যার যে অভিযোগ উঠেছে তার সঠিক ও যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রোববার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বামাক) বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে কমিশন’র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু এ দাবি জানান।

যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খান, মহানগর নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল বশর, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক সাইফুল আলম বাবু, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, তানভীর শাহরিয়ার রিমন, নওশাদ চৌধুরী মিঠু, লায়ন মো. ইব্রাহিম, লিয়াকত আলী, সংগঠক জাহিদ তানছির, ইকবাল হোসেন জনি, এমদাদ চৌধুরী, চৌধুরী কেএনএম রিয়াদ, আব্দুল হালিম, ডা. দীপক বড়ুয়া, শেখ ওয়ালিদ হাসান, আলমগীর বাদশাহ্, বাবর আলী, নবুয়াত আরা সিদ্দিকী, মো. হেলাল, তছলিমা নাছরিন রুবি, শাহ আলম খোকন, পরিবর্তন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এহসান আল কুতুবী, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি এহছান বিন দিদার, সাধারণ সম্পাদক শামসুজ্জোহা আজাদ পলাশ, সামাজিক সংগঠন চিটাগাং বয়েজ’র সভাপতি শরীফুল ইসলাম শরীফ, আলো দেখাবই’র সভাপতি এমএইচ স্বপন, আলোকবর্তিকার সভাপতি হিমাদ্দী ওসমান, মিশন অব হ্যাপিনেস’র সভাপতি ফাতেমা-তুজ-জামান, জয়স্রোত’র সভাপতি সাকিব সাকাওয়াত, পূর্বাশার আলো’র সাধারণ সম্পাদক আবু নোমান রানা, সৈয়দ ইয়াসির সামিত প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি রাইফা’র ভুল চিকিৎসার কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দেশবাসী মর্মাহত। চট্টগ্রামে কিছু বেসরকারি হাসপাতালের চিকিৎসার মান প্রশ্নবিদ্ধ।

প্রতিনিয়ত মানুষের চিকিৎসা ব্যয় বেড়েই চলছে। অন্যদিকে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে নিয়মিত জনভোগান্তির পাশাপাশি জীবনহানিও ঘটছে।

নির্মম এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, চিকিৎসকরাও আইনের উর্ধ্বে নয়, এ ধরনের অমানবিক হত্যাকাণ্ডে দোষীদের আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad