ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবার আগে বাংলানিউজে খবর পাই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
সবার আগে বাংলানিউজে খবর পাই বাংলানিউজের ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর হাতে ফুল তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ

চট্টগ্রাম: সবার আগে বাংলানিউজের খবর পড়তে পান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ।

রোববার (০১ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দেশের শীর্ষ অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

রেজাউল মাসুদ বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র স্লোগান ‘সংবাদ, বিনোদন, সারাক্ষণ।

’ তাই সবার আগে বাংলানিউজের খবরটাই পাই। ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর নেতৃত্বে চট্টগ্রামে একঝাঁক যোদ্ধা ছুটে চলছে এজন্য আমরা সবার আগে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ বাংলানিউজে পাই।

বাংলানিউজের পথচলা সুন্দর ও্ মসৃণ হোক। যোগ করেন রেজাউল মাসুদ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।