ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংবাদ প্রকাশের রীতি পাল্টে দিয়েছে বাংলানিউজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
সংবাদ প্রকাশের রীতি পাল্টে দিয়েছে বাংলানিউজ বক্তব্য দেন চট্টগ্রামের প্রশাসক মো. ইলিয়াস হোসেন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সংবাদ প্রকাশের প্রচলিত রীতি পাল্টে দিয়ে যখনের খবর তখন পরিবেশন করছে বাংলানিউজ। এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

রোববার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে দেশের সবচেয়ে বড় অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মো. ইলিয়াস হোসেন বলেন, বাংলানিউজের কল্যাণে এখন কোনো সংবাদের জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না।

যখনের খবর তখনই দিয়ে পাঠকের চাহিদা পূরণ করছে দেশের শীর্ষ এ সংবাদমাধ্যম।

জেলা প্রশাসক বলেন, সারা দেশের মতো চট্টগ্রামেরও বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সামাজিক অসঙ্গতি তুলে ধরছে বাংলানিউজ।

এসব বিষয়ে বাংলানিউজের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারণে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি।  

চট্টগ্রামের সম্ভাবনা-অর্জনের কথা তুলে ধরে বাংলানিউজ

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।