ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলানিউজে তাৎক্ষণিক আপডেট পাই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
বাংলানিউজে তাৎক্ষণিক আপডেট পাই বাংলানিউজের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমেনা বেগম। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: প্রতিদিন দুপুর ২টায় আগের দিনের পত্রিকা পড়লেও বাংলানিউজে এখন মোবাইলে তাৎক্ষণিক সংবাদ পড়তে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

রোববার (০১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দেশের শীর্ষ অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

আমেনা বেগম বলেন, একসময় আমরা দুপুর ২টায় আগের দিনের পত্রিকা পড়তাম।

আর এখন আমরা মোবাইলে আপডেট পাই যে এই মুহূর্তে কী ঘটছে। সংবা্দ এমন একটি বিষয়, এখন যেটি নিউজ একঘণ্টা পর সেটি বাসি হয়ে যায়।
পৃথিবীর অন্যতম পচনশীল বস্তু সংবাদ।

বাংলানিউজ সম্পর্কে সিএমপি অতিরিক্ত কমিশনার বলেন, সংবাদের পিছনে আপনারা দৌড়ান, আপনারা কাজ করেন, আপনারা পরিশ্রম করেন, আপনারা আমাদের সহযোগিতা নেন, আমরা আপনাদের সহযোগিতা নেই। আপনারা পজিটিভ নিউজ দিবেন, বস্তুনিষ্ঠ নিউজ দিবেন এটাই আমরা চাই।

যা কিছু ভালো সেটা যদি প্রচার হয় তাহলে মানুষ উজ্জ্বীবিত হয় বলেও মন্তব্য করেন আমেনা বেগম।

চট্টগ্রামের সম্ভাবনা-অর্জনের কথা তুলে ধরে বাংলানিউজ

চট্টগ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হলো বাংলানিউজ

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad