রোববার (০১ জুলাই) বিকেলে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করা শিশু রাইফার পরিবারের কাছে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভুল চিকিৎসায় আড়াই বছরের একমাত্র শিশুকন্যা রাইফাকে হারিয়ে সাংবাদিক রুবেল খান সিটি মেয়রকে কাছে পেয়ে তার মনের আকুতি তুলে ধরেন।
এসময় সিটি মেয়র রাইফার পিতামাতাকে সান্তনা দিয়ে বলেন সন্তান হারার বেদনা আমি বুঝি। সিটি মেয়র এসময় রাইফার পরিবারের অন্যান্য খোঁজ-খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সিটি মেয়রের সাথে জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান চৌধুরী, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এসবি/টিসি