ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাইফার চিকিৎসায় ত্রুটি হলে ছাড় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুলাই ১, ২০১৮
রাইফার চিকিৎসায় ত্রুটি হলে ছাড় নয় একমাত্র শিশুকন্যা রাইফাকে হারিয়ে সাংবাদিক রুবেল খান সিটি মেয়রকে কাছে পেয়ে তার মনের আকুতি তুলে ধরেন।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাইফার চিকিৎসায় কোন ধরণের ত্রুটি কিংবা অবহেলা প্রমাণিত হয় তাহলে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

রোববার (০১ জুলাই) বিকেলে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করা শিশু রাইফার পরিবারের কাছে গিয়ে তিনি এসব কথা বলেন।

ভুল চিকি‍ৎসায় আড়াই বছরের একমাত্র শিশুকন্যা রাইফাকে হারিয়ে সাংবাদিক রুবেল খান সিটি মেয়রকে কাছে পেয়ে তার মনের আকুতি তুলে ধরেন।

ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করা শিশু রাইফার পরিবারের পাশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনএসময় সিটি মেয়র রাইফার পিতামাতাকে সান্তনা দিয়ে বলেন সন্তান হারার বেদনা আমি বুঝি। সিটি মেয়র এসময় রাইফার পরিবারের অন্যান্য খোঁজ-খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সিটি মেয়রের সাথে জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান চৌধুরী, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।