ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গোয়েন্দা টিমকে তৎপর হওয়ার পরামর্শ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
গোয়েন্দা টিমকে তৎপর হওয়ার পরামর্শ  গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ পরামর্শ দেন সিএমপি কমিশনার।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা টিমগুলোকে আরো তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

শনিবার (৩০ জুন) সকালে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।  

সিএমপি কমিশনার  বলেন, নগরে অস্ত্র উদ্ধার, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার সহ গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উন্মোচনে গোয়েন্দা বিভাগকে অধিক তৎপর হতে হবে।

 

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযানকে আরো গতিশীল করার নির্দেশও দেন সিএমপি কমিশনার।  

নগরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহসহ গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদশে সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৮ 
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।