ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিপিজেএ’র নব-নির্বাচিত সভাপতি দিদারুল, সম্পাদক হাবিব

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
সিপিজেএ’র নব-নির্বাচিত সভাপতি দিদারুল, সম্পাদক হাবিব চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) নব-নির্বাচিত কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম: আগামী তিন বছরের (২০১৮-২০ সাল) জন্য চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রব (মাসুম হাবিব)।

শুক্রবার (২৯ জুন) নগরেরর লাভ লেইনস্থ সংগঠনের নিজস্ব কার্যলয়ে বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সমরেশ বৈদ্য, পরিচালনা কমিটির সদস্য রূপম চক্রবর্তী ও মোহাম্মদ ফারুকের তত্ত্বাবধানে নির্বাচনে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সিনিয়র ফটো সাংবাদিক সুভাষ কারন, অর্থ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কম চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র ফটো করসপন্ডেট উজ্জ্বল ধর।

একক প্রার্থী হিসাবে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ চট্টগ্রাম ব্যুরোর ফটো সাংবাদিক নিপুল কুমার দে, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠ চট্টগ্রাম ব্যুরোর ফটো সাংবাদিক রবি শংকর চক্রবর্তী, প্রদর্শনী সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কম চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র ফটো করেসপন্ডেট মো. সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজাদীর ফটো সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না ও নিবার্হী সদস্য পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ফটো সাংবাদিক রনী দে।

উৎসবমূখর পরিবেশে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া নির্বাচন নির্ধারিত সময় নয়টায় শেষ হয়।

নির্বাচনে শতভাগ ভোট গ্রহণ হয়েছে।

এদিকে, নব নির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।