ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেল থেকে বেরিয়ে ফের ছিনতাইকালে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
জেল থেকে বেরিয়ে ফের ছিনতাইকালে গ্রেফতার

চট্টগ্রাম: জেল থেকে সপ্তাহখানেক আগে বেরিয়ে আবার ছিনতাইকালে মো. আলাউদ্দিন (১৯) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের কোতোয়ালী থানার আলমাস সিনেমার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটগড় এলাকার মো. শামসুল হকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় টহর পুলিশ আলাউদ্দিনকে ছুরিসহ হাতেনাতে গ্রেফতার করে।  

আলাউদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

সপ্তাহখানেক আগে তিনি কারাগার থেকে বেরিয়ে আবার ছিনতাইয়ে নেমে পড়েন।  

মোবাইল ছিনতাই ও ছুরি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার ও অস্ত্র অাইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মহসীন।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।