ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিনিয়র সাংবাদিককে জড়িয়ে হাজেরা তজু’র বিবৃতির নিন্দা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
সিনিয়র সাংবাদিককে জড়িয়ে হাজেরা তজু’র বিবৃতির নিন্দা

চট্টগ্রাম: নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে সংঘটিত ঘটনায় চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য রমেন দাশগুপ্তকে জড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিইউজে।

শুক্রবার (২৯ মে) সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, সংবাদকর্মী হিসেবে কলেজের বর্ধিত ফি আদায়ের জন্য আন্দোলনকারীদের সংবাদ প্রকাশ করা পেশাগত দায়িত্ব।

প্রকাশিত সংবাদ নিজের ব্যক্তি স্বার্থে নিয়ে কলেজ কর্তৃপক্ষ সাংবাদিককে জড়িয়ে যে বিবৃতিতে দিয়েছে তা সাংবাদিক সমাজের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ বলে আমরা মনে করি।

একজন সাংবাদিক পেশাদারিত্বের কারণে বিভিন্ন ধরনের সংবাদ লেখেন।

তা কখনো কখনো কারও স্বার্থের বিরুদ্ধে যাওয়াটা স্বাভাবিক। একজন সাংবাদিকের পেশাদারিত্বের বিরুদ্ধে এ ধরনের বিবৃতি দেওয়া কোনো ভাবে সাংবাদিক সমাজ মেনে নেবে না।

আগামীতে সাংবাদিকদের জড়িয়ে কোনো ধরনের বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো বিবৃতি প্রকাশ করলেও সিইউজে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর কর্মসূচি দেবে।

বিএফইউজের নিন্দা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, নওশের আলী খান অপর বিবৃতিতে হাজেরা তজু কলেজের অভ্যন্তরীণ বিষয়ে একজন সিনিয়র সাংবাদিককে জড়িয়ে বিবৃতি দেওয়ায় গণমাধ্যমে মতামত প্রকাশের ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেন।

ভবিষ্যতে এ ধরনের বিবৃতি দেওয়া থেকে কলেজ কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।