ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংবাদকে সন্দেহের সুযোগ আছে, ছবিকে নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
সংবাদকে সন্দেহের সুযোগ আছে, ছবিকে নেই বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোয়িশনের (সিপিজেএ) সদস্যরা চট্টগ্রামকে বিশ্ব আঙিনায় ইতিবাচকভাবে তুলে ধরছেন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (২৯ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিপিজেএ’র বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ফটো সাংবাদিকেরা ঝুঁকির মধ্যে থেকেও পেশাদারিত্বের সঙ্গে দেশের সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরেন।

অনেক সময় সংবাদকে সন্দেহ করার সুযোগ থাকেলেও ছবিকে সন্দেহ করার কোনো সুযোগ নেই।

সিপিজেএ’র সভাপতি মসিউর রেহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিজেএ’র সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিপিজেএর উপদেষ্টা আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিপিজেএর প্রতিষ্ঠাতা সভাপতি দেবপ্রসাদ দাস দেবু, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

সম্মেলন উপলক্ষে সিপিজেএর প্রচার ও প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে’র সম্পাদনায় প্রকাশিত হয়েছে স্মারক ‘আলোকযাত্রা’।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।