ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘গবেষণা করতে আইনস্টাইন হতে হয় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
‘গবেষণা করতে আইনস্টাইন হতে হয় না’

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের( ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

তিনি বলেন, গবেষণা করার জন্য আলবার্ট আইনস্টাইন হওয়া লাগে না। আমি-তো আইনস্টাইন না, পারবনা-এমন কথার ভিত্তি নেই।

গবেষণা করতে করতে আপনি আইনস্টাইনে পরিণত হবেন। তাই যেকোনো বিষয় নিয়ে গবেষণা করুন।

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে এআর মল্লিক ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের সভাকক্ষে ৩০তম সিনেট অধিবেশনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

আব্দুল মান্নান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি টাকা। অনেকে গবেষণা খাতে এ বরাদ্দ কম মনে করেন। শুধু এ বিশ্ববিদ্যালয় না, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে যা বরাদ্দ হয় তাও পুরোপুরি খরচ করতে পারে না। ’

‘এরপরও গবেষণা করতে যত টাকা লাগে আমরা দেবো। গবেষণার জন্য আমাদের কাছে যা চেয়েছে তাই দিয়েছি’ যোগ করেন আব্দুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।