ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘুষের টাকাসহ চমেকের কর্মচারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
ঘুষের টাকাসহ চমেকের কর্মচারী গ্রেফতার ঘুষের টাকাসহ চমেকের কর্মচারী মিলন কান্তি রুদ্রকে গ্রেফতার করেছে দুদক।

চট্টগ্রাম: ঘুষের টাকাসহ মিলন কান্তি রুদ্র (৪০) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৪ জুন) বিকেলে চমেক হাসপাতালের সামনে থেকে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

মিলন কান্তি রুদ্র চমেক হাসপাতালের সার্টিফিকেট শাখার উচ্চমান সহকারী।

লুৎফুল কবির চন্দন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া ঘুষের ১৫ হাজার টাকাসহ হাতেনাতে মিলন কান্তি রুদ্রকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।