ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সকল আসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি নাছিরের

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
চট্টগ্রামের সকল আসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি নাছিরের বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: আগামী জাতীয় নির্বাচনে মহানগরসহ চট্টগ্রামের সকল আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।   

শনিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে বিশেষ বর্ধিত সভায় চট্টগ্রাম বিভাগের পক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের জয়ী করে আনবো।

যোগ করেন তিনি।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামের এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার গঠন করলে চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজেই নেবেন।

‘জননেত্রী শেখ হাসিনা, তার দেওয়া কথা রেখে চট্টগ্রামে পরিকল্পিতভাবে উন্নয়ন করছেন। সত্যিকারের বাণিজ্যিক রাজধানী গড়ার লক্ষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তিনি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ’

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, ‘আমাদের উন্নয়নের সুফলগুলো জনগণকে জানাতে হবে। জনগণকে বুঝাতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আছে বিধায় দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমরা সঠিকভাবে বুঝাতে পারলে আগামীতে আবারো আওয়ামী লীগ নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে। ’

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮

টিসি      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।