ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এলিটের অনুসারীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এলিটের অনুসারীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চট্টগ্রাম: আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নিয়াজ মোরশেদ এলিটের অনুসারী মেজবাহ উদ্দিন সোহেল রানাকে (২১) প্রাণনাশের হুমকি দেওয়ায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (২১ জুন) এ জিডি করা হয়।

জিডি সূত্রে জানা গেছে, গত ৩১ মে ও ২ জুন এলিটের আপত্তিকর ছবি দিয়ে মো. সেলিম (৩৪) ও মো. আনিস প্রকাশ আনিস রিফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তাদের কাছে জানতে চাইলে তারা সোহেল রানাকে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দেন। তারা তাকে এলিটের পক্ষে না থাকার জন্য বলে।
এরপর ২০ জুন কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকার বাটার শোরুমের সামনে বিকেলে তাদের সঙ্গে দেখা হলে রাজনীতি ছেড়ে না দিলে সপরিবারে পুড়িয়ে ছাই করার হুমকি দেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি জিডি নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।