ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জমিয়তুল ফালাহ ময়দান পরিদর্শনে সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জমিয়তুল ফালাহ ময়দান পরিদর্শনে সিএমপি কমিশনার জমিয়তুল ফালাহ ময়দান পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতস্থল জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানের নিরাপত্তা নিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।  

শুক্রবার (১৫ জুন) দুপুরের দেড়টার দিকে নগরের ওয়াসার মোড়স্থ প্রধান জামাতস্থলে যান তিনি।

এসময় পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাদা পোষাকসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে।

নগরে পবিত্র ঈদুল ফিতর যেন সুন্দরভাবে সবাই উদযাপন করতে পারেন সেই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন পুলিশ কমিশনার।

পরির্দশনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)মো. মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।