ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সামশুল হকের নাতনীকে নিয়ে প্রধানমন্ত্রীর সময় কাটানো

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
সামশুল হকের নাতনীকে নিয়ে প্রধানমন্ত্রীর সময় কাটানো সামশুল হকের নাতনীকে নিয়ে বাগানে হাঁটছেন প্রধানমন্ত্রী। ছবি সংগৃহীত

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী সারুনের মেয়ে সাইশা চৌধুরীকে নিয়ে গণভবনে হাঁটার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ‘আমাদের আপা, সাধারণে অসাধারণ’ এ শিরোনামে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক ওয়ালে ভিডিওটি আপলোড করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরীর সারুনের মেয়ে সাইশা চৌধুরীকে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁটছেন।

সাইশার সাথে হেঁটে গেয়ে সময় পার করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি সাইশাকে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ গানটি মুখে মুখে শেখান।
ভবিষ্যতে দেশপ্রেম যাতে জাগ্রত হয় সেজন্য দেশ ও মাকে ভালোবাসতে বলেন। সামশুল হকের নাতনীকে নিয়ে বাগানে হাঁটছেন প্রধানমন্ত্রী।  ছবি সংগৃহীত

এ বিষয়ে নাজমুল হক চৌধুরী সারুন বাংলানিউজকে বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ওই সময় আমার মেয়ে সাইশা চৌধুরীকে দেখে প্রধানমন্ত্রী তাকে কাছে ডাকেন। আমার মেয়েও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার কাছে ছুটে যায়। পরে প্রধানমন্ত্রী সাইশাকে নিয়ে গণভবনে ঘুরে বেড়ান। প্রধানমন্ত্রী তাকে গান শেখান, বিভিন্ন ছোট-খাটো প্রশ্ন করেন, কবিতা শোনান। ’সামশুল হকের নাতনীকে নিয়ে বাগানে হাঁটছেন প্রধানমন্ত্রী।  ছবি সংগৃহীত

সারুন আরও বলেন, শেখ হাসিনাতো মমতাময়ী নেত্রী। দেশের জন্য বঙ্গবন্ধু কন্যার ভালোবাসা অপরিসীম। ঠিক য়খন কোন শিশুকে কাছে পান তিনি আদর করে কাছে টেনে নেন। একজন প্রকৃত মায়েই জানে একজন শিশুকে কিভাবে স্নেহ ও ভালোবাসতে হয়। ’

ঠিক একইভাবে দেশকেও প্রধানমন্ত্রী ভালোবাসেন। যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।