[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

একে খান পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৩ ২:৪৫:৫৫ এএম
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে অভিযান নেমেছে জেলা প্রশাসন। 

বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নগরের একে খান পাহাড় এলাকায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় আগাম সতর্কতার অংশ হিসেবে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫টি বসতি উচ্ছেদ করা হয়েছে। যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্যে নগরের বিভিন্ন এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে।

অভিযানে নগরের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মনসুর, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আকতার এবং সিএমপির সদস্যরা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   পাহাড় ধস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache