[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

বাঁচানো গেলো না সেই বৃদ্ধ পথচারীকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১২ ৮:৩৫:৩০ এএম
মেয়র আ জ ম নাছির উদ্দীন ও গুরুতর আহত নুর মোহাম্মদ

মেয়র আ জ ম নাছির উদ্দীন ও গুরুতর আহত নুর মোহাম্মদ

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত নুর মোহাম্মদ (৬৫) মারা গেছেন।

মঙ্গলবার (১২ জুন) বিকেলে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চকরিয়া থানার উপ-পরিদর্শক সুকান্ত চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে কক্সবাজার যাওয়ার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত ওই বৃদ্ধকে সড়কে কাতরাতে দেখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে নিজের গাড়িতে করেই ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে নিয়ে যান মেয়র। দেন আর্থিক সাহায্যও।

মেয়রের নির্দেশে আটক করা হয় নুর মোহাম্মদকে ধাক্কা দেওয়া হানিফ পরিবহনের বাসটি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১২, ২০১৮

এমআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db